ভূমিকম্পের আতঙ্কে এখন ঢাকাসহ গোটা দেশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার।
এ নিয়ে পর পর কয়েক দফা ভূমিকম্প ঢাকা ও আশপাশেই ঘটেছে। নরসিংদীর মাধবদী থেকে এবং পরবর্তী কম্পনগুলো বাইপাইল, নরসিংদী ও ঢাকার বাড্ডা এলাকা থেকে এসেছে। এবার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার হলেও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এ কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প এখন শুধুমাত্র ভারত বা মিয়ানমার থেকে আসছে না, বরং বাংলাদেশেই এর উৎপত্তি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ৭৬টি ভূমিকম্প ঘটেছে। বিশেষজ্ঞরা ২১ নভেম্বরের নরসিংদীতে ভূমিকম্পকে ইন্ট্রাপ্লেট ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply