মহাসচিব বলেন, ‘নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে।’
তিনি বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপি'র হাত ধরে। মামলা, গ্রেফতার, গুম, খুনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের শেষদিকে এখন বিএনপিকে সরকার গঠন করতে হবে; বিএনপি জাতিকে সামনের দিকে নিয়ে যাবে।
সবকিছু ভুলে গিয়ে নির্বাচনে জয়লাভের সংগ্রামে জয়ী হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘অনেক বাধা, অপপ্রচার কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১ এর বিরুদ্ধে কথা বলার ঔদ্ধত্য দেখায় তারা আরেকটা ফ্যাসিজম চেপে বসানোর চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপশক্তিকে রুখে দেবার লড়াই এখন।’
0 Comments
No Comment YetLeave A Reply