হোবার্ট হারিকেন্সের হয়ে বিগব্যাশে খেলতে মুখিয়ে আছেন রিশাদ। ছবি: ফেসবুক
গতবার হোবার্ট হারিকেন্স দলে টানলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় বিগব্যাশে খেলতে পারেননি রিশাদ হোসেন। ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলেও নিয়মিত একাদশে সুযোগ পাননি তিনি। যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। এবারের বিগব্যাশের জন্যও রিশাদকে দলে টেনেছে হোবার্ট, বিসিবিও আর বাধা সৃষ্টি করেনি। বিগব্যাশ খেলতে রিশাদ এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন।
বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে বিবেচিত বিগব্যাশ। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশটিতে পা রেখেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের তারকা রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে চড়িয়ে দারুণ রোমাঞ্চিত এই লেগ স্পিনার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন রিশাদ। সেই পোস্টে লিখেছেন, 'অবশেষে হোবার্ট হ্যারিকেন্সের পোশাক গায়ে চড়ালাম। এটাতে দারুণ অনুভব করছি! এখন পুরো ফোকাস ম্যাচের দিকে।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগব্যাশে খেলতে যাচ্ছেন রিশাদ। প্রথম বাংলাদেশি হিসেবে বিগব্যাশে খেলার কীর্তি সাকিব আল হাসানের। ২০১৪-১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪টি এবং পরের মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ২টি ম্যাচ খেলেন সাকিব। সব মিলিয়ে এই ছয় ম্যাচে ৯টি উইকেট নেয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন সাকিব।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply