সিরিজটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। ছবি: সংগৃহীত
নতুন ফেলুদা সিরিজ আসছে চলতি মাসেই। ফেলুদা মানেই টানটান উত্তেজনা। গোয়েন্দা এই সিরিজের জন্য মুখিয়ে থাকেন ভক্ত দর্শকেরা। কলকাতার গুণী অভিনেতার হাত ধরেই ফিরছে এর নতুন সিরিজ।
নতুন সিরিজে ফেলুদা হয়ে চমক দেখাবেন টোটা রায়চৌধুরী। সিরিজটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। আগেও এই গল্পে সন্দীপ রায় চলচ্চিত্র বানিয়েছিলেন, যেখানে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার ওটিটির জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে গল্পটি।
এবার জটায়ুর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে, আর তোপসে হিসেবে থাকছেন কল্পন মিত্র। পাশাপাশি মহীতোষ সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
সিরিজটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের চালসা জঙ্গলে। উল্লেখ্য, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আর ফেলুদা সিরিজ তৈরি করবেন না। এতে ভক্তরা হতাশ হলেও পরবর্তীতে ঘোষণা আসে, ফ্র্যাঞ্চাইজি থামবে না—শুধু পরিচালক বদলাবে। এবার পরিচালকের আসনে বসেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply