গভীর রাতে এভারকেয়ার হসপিটালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিউজ ডেস্ক:
নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: 02 December, 2025
35
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তারা দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। নীরব থেকেই শেষ করেন রাতের সফর। এর আগে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশের এলাকায় স্থাপন করা হয় ব্যারিকেড এবং বাড়ানো হয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি।
0 Comments
No Comment YetLeave A Reply